রাঙ্গুনিয়ার ইউএনও পরিচয়ে মুঠোফোনে প্রতারণা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ১০:২৩ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানীর নাম ব্যবহার করে মুঠোফোনে চাঁদা আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে কিংবা নাম ব্যবহার করে কেউ টাকা চাইলে না দিতে অনুরোধ করে সবাইকে সতর্ক হতে আজ শনিবার (১০ ডিসেম্বর) বিকেলের দিকে ইউএনও ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।

উপজেলার হোছনাবাদ ইউনিয়নের তৈয়্যবিয়া তাহেরিয়া আবু হাশেম সুন্নিয়া মাদ্রাসার প্রধান তারেক হোসাইন বলেন, “আজ শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে হোসনাবাদ ইউপি সদস্য মুহাম্মদ শাহেদকে ০১৯৫৬৪৫৬১৮৬ এই নম্বর থেকে রাঙ্গুনিয়ার ইউএনও পরিচয় দিয়ে তৈয়্যবিয়া তাহেরিয়া আবু হাশেম সুন্নিয়া মাদ্রাসার জন্য সরকারি কম্পিউটার বরাদ্দ হয়েছে বলে জানানো হয় এবং মাদরাসার প্রধানকে ওই মুঠোফোন নম্বরে দ্রুত যোগাযোগ করতে বলা হয়। ইউপি সদস্য শাহেদ মাদরাসা পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন’কে ফোন দিয়ে মাদরাসার প্রধানকে যোগাযোগ করতে বলেন। পরে তিনি আমাকে ফোন দিয়ে ওই নম্বরে ইউএনও’র সাথে যোগাযোগ করতে বলেন। আমি ওই নম্বরে ফোন দিলে তিনি রাঙ্গুনিয়ার ইউএনও আতাউল গনি ওসমানী পরিচয় দিয়ে মাদরাসার জন্য কম্পিউটার বরাদ্দ হয়েছে বলে প্রক্রিয়ার জন্য ৪ হাজার ১০০ টাকা অফিস খরচ দিতে বলেন। কথামতো ওই বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে দিই। টাকা দেওয়ার পরও আরো টাকা লাগবে দাবি করলে সন্দেহ হয়। পরে দেখি মুঠোফোন নম্বরটি বন্ধ। তখন বুঝতে পারলাম প্রতারকের খপ্পড়ে পড়েছি।”

ইউএনও বলেন, “মাদরাসার কম্পিউটার বরাদ্দের জন্য টাকা দাবি করা সম্পূর্র্ণ প্রতারণা। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে অবগত করেছি, কেউ আমার নামে ফোন করে টাকা চাইলে না দেওয়ার জন্য। উপজেলা নির্বাহী অফিসারের কথা বলে কিংবা উপজেলা নির্বাহী অফিসারের নম্বর ক্লোন করে কেউ টাকা চাইলে বিকাশ বা অন্য কোনো মাধ্যমে টাকা না দেয়ার জন্য অনুরোধ করছি। ইদানিং এ ধরনের প্রতারক চক্র সক্রিয় হয়েছে জেনেছি। সকলেই প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন। আমি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেব।”

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ঢেমশা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু-জুতা মিছিল
পরবর্তী নিবন্ধসেমিতে আফ্রিকার প্রথম দেশ মরক্কো