রাঙ্গুনিয়ায় আগুনে ৪টি দোকান পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
বুধবার(২৯ জুন) রাত ২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের রাণীরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার জানান, অগ্নিকাণ্ডে জাহাঙ্গীর আলমের মালিকানাধীন করিম বীজ ভাণ্ডার, মো. সেলিমের মালিকানাধীন হাজী সো এন্ড ডিপার্টমেন্টাল স্টোর, আবুল হোসেনের মুদির দোকান এবং যীশু শীলের সেলুনের দোকান পুড়ে যায়।
এ অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ তাদের আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীরের দোকান থেকেই নগদ ২ লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, “বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ও কাউখালী উপজেলার দু’টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”