রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে একটি কাঁচা বসতঘর ও একটি দোকান। এতে আনুমানিক প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৭টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর এলাকার এই অগ্নিকাণ্ডের ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, “আগুন লেগে মো. দিদারের বসতঘর ও মো. কামালের চা দোকান পুড়ে যায়। চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”