চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে তিনটি কাঁচা বসতঘর। এ সময় আগুনের উত্তাপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটে তবে কেউ হতাহত হয়নি।
আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলা পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আজিমনগর বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে নগদ ১ লাখ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্তদের দাবি।
এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান বলেন, “আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি আমরা। আগুনে কন্ট্রাক্টর ইব্রাহীম, আজম আলী ও সালাউদ্দিনের তিনটি বসতঘর পুড়ে যায়।”
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বলেন, “হঠাৎ আগুন লেগে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাদের অবশিষ্ট কিছুই নেই, সব হারিয়ে প্রায় নিঃস্ব তারা।”