রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৭:৫৭ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফার্নিচার দোকানের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ রুবেল (৩২)। আজ রবিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের জিয়া মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ইউনিয়নের বুইজ্জার দোকান জিয়া মার্কেট এলাকার একটি ফার্নিচারের দোকানের শ্রমিক রুবেল ড্রিল মেশিন দিয়ে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা হেলথকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ফার্নিচার মিস্ত্রী রুবেলের বাড়ি উপজেলার শিলক ইউনিয়নে। দীর্ঘদিন ধরে চন্দ্রঘোনা জিয়া মার্কেটের একটি ফার্নিচার দোকানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন এবং চন্দ্রঘোনা ক্যাপ্টেন আবুল কাসেম বাড়ি এলাকায় বসবাস করে আসছেন। মাত্র ১৮ দিন আগে নতুন বিয়ে করেছিলেন তিনি। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধহামজারবাগে কিশোরীর আত্নহত্যা
পরবর্তী নিবন্ধপৌরসভা অফিসে টিসিবির পণ্য মজুদ, ব্যবসায়ীর ৩০ দিনের জেল