একটি কক্ষের চারপাশের প্রায় আধা কিলোমিটার জুড়ে সিসি ক্যামেরা। প্রথম দেখাতে মনে হবে যেন নিরাত্তার জন্যই এতো ক্যামেরা লাগানো হয়েছে। কিন্তু বাস্তব ঘটনা তার উল্টো। এসব ক্যামেরা লাগানো হয়েছে মাদকের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে। এই আস্তানায় বসেই সিসি ক্যামেরার মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী মোজাহেরুল ইসলাম ওরফে খুনি মোজাহের(৪০) নামে এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হলো না।
গতকাল রবিবার (২২ মে) রাতে বিশেষ কায়দায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তার দুই সহযোগী সহ খুনি মোজাহেরকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৪০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
গ্রেফতার মোজাহের উপজেলার কোদালা ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়ার নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে হত্যামামলা সহ দু’টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার অপর দু’জন হলেন একই এলাকার মো. সেলিমের ছেলে মো. জাবেদ হোসেন(২৫) এবং নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার নগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. পলাশ(২৫)।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুল ইসলাম বলেন, “গোপন সংবাদে খবর পেয়ে রবিবার রাত ১০টার দিকে উপজেলার কোদালা ইউনিয়নে অভিযানে যাই আমরা। এসময় খুনি মোজাহেরের আস্তানার চারপাশে গাছের আড়ালে এবং বিভিন্নভাবে সিসি ক্যামেরা লাগানো অবস্থায় দেখতে পাই। তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বন্ধের ব্যবস্থা করে আস্তানায় অভিযান শুরু করি আমরা। এসময় মোজাহেরকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করতে সক্ষম হই এবং বিক্রির জন্য রাখা ইয়াবা ট্যাবলেট ও গাজা জব্দ করি। মোবাইল ফোনের ওয়াইফাইয়ের মাধ্যমে তার মাদকের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতেই সে এই সিসি ক্যামেরা লাগিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ সোমবার (২৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান ওসি ওবায়দুল।
এদিকে, খুনি মোজাহেরকে গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে এলাকায় নানা সন্ত্রাসী কার্যক্রমসহ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসার অভিযোগ রয়েছে।
জামিনে এসে যেন আবারও এই ধরনের অপকর্ম চালিয়ে যেতে না পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।