ফেসবুকে অপপ্রচারের অভিযোগে রাঙ্গুনিয়ায় গ্রেফতার ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৯:৫৮ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় সাইবার ট্রাইব্যুনাল মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ফজল কাদের(৫১)। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পেকুয়ারকুল এলাকার মৃত নাদেরুজ্জামানের ছেলে।

রাঙ্গুনিয়া থানার এসআই মো. মজিদ জানান, ফজল কাদেরের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এই মামলায় গোপন সংবাদে খবর পেয়ে আজ শুক্রবার(১৭ জুন) রাত ৮টার দিকে তাকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, লালানগর ইউনিয়নের পেকুয়ারকুল ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. হারুন বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় গত মার্চ মাসে এই মামলাটি করেছিলেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে বিবাদী করা হয়।

তার অভিযোগ, এই ৮ জন ফেসবুকে বিভিন্ন নামে-বেনামে আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ ভাষায় পোস্ট করে অপপ্রচার চালাচ্ছে। গ্রেফতার ফজল কাদের এই মামলার ৩নং আসামী। বাকিরা পলাতক রয়েছে বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধনৌকায় ভোট দেওয়ায় বাঁশখালীতে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ (ভিডিও দেখুন)
পরবর্তী নিবন্ধবৃষ্টির মাঝেও কক্সবাজারে হাজার হাজার পর্যটক