রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৬নং ওয়ার্ড তিনচৌদিয়া পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের আহমদ ছৈয়দ মেম্বার বাড়ির ছৈয়দুল আলমের শিশু পুত্র মোহাম্মদ আলিফ(৪) ও মাহবুবুল আলমের শিশু কন্যা লাবিবা আক্তার(৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম বলেন, “ছৈয়দুল আলম ও মাহবুবুল আলম সম্পর্কে ভাই। তাদের সন্তানরা আজ দুপুরে ঘরের পাশে শিশুদের সাথে খেলছিল। এসময় তারা সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে আলিফ দুই বোনের মধ্যে একমাত্র পুত্র সন্তান এবং লাবিবা পরিবারে দুই ভাইয়ের মধ্যে একমাত্র কন্যা সন্তান ছিল। তাদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।