রাঙ্গুনিয়ায় মো. হাসান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা গ্রামে ও স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র সে।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে একই ইউনিয়নের মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মো. হাসান ও মো. সম্রাট পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে মো. হাসান পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মো. হাসানকে মৃত ঘোষণা করেন ও সম্রাটকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “একই শ্রেণির দুই ছাত্র পানিতে ডুবলেও একজনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যজন মারা যায়।”