রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১২ মে) দুপুরে উপজেলার সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড মৌলানাগ্রামের নেছারুল্লাহ শাহ মাজার সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রবিউল হাসান বাদশা (৫)। সে একই এলাকার মাহাবুবুল আলমের শিশুপুত্র।
স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল আলম বলেন, “সরফভাটা নেছারুল্লাহ শাহ (রহ:) মাজার সংলগ্ন মসজিদে জুমার নামাজে পড়তে গিয়েছিল শিশুটি। নামাজ শেষে মাজারের এক ভক্তের আনা শিরনি খেয়ে হাত ধোয়ার জন্য পাশের পুকুরে নেমেছিল। সেখানে সবার অগোচরে পা পিছলে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরে স্থানীয়রা তার নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন মাগরিবের নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। সে পরিবারের তিন ছেলে ও এক মেয়ে সন্তানের মধ্যে সবার ছোট ছিল।”
তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তিনি।