ছোট বোনকে বাঁচাতে গিয়ে খালে ডুবে প্রাণ গেল বড় বোনের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৯:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে মারা গেছে প্রিয়ন্তি বড়ুয়া (১২) নামে এক স্কুল ছাত্রী। সে উপজেলার পদুয়া ইউনিয়নের দক্ষিণ পদুয়া গ্রামের সুজিত বড়ুয়া’র কন্যা ও পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তার মরদেহ বিকেলে সৎকার করা হয়।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, শনিবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে পদুয়ার শিলক খালে গোসল করতে যায় বড় বোন প্রিয়ন্তি ও ছোট বোন প্রিয়সি (৭)। গোসলের এক পর্যায়ে পানিতে তলিয়ে যাওয়া ছোট বোন প্রিয়সিকে বাঁচাতে গিয়ে বড় বোন প্রিয়ন্তি নিজে তলিয়ে যায়। প্রিয়সি কোনো রকমে খাল থেকে উঠে বাড়ির সবাইকে ডাকতে যায়। পরিবারের লোকজন এসে প্রিয়ন্তিকে না দেখে খালের পানিতে খুঁজতে থাকে। পরে বেলা ১২টার দিকে তার নিথর দেহ পানির তলদেশ থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রিয়ন্তির স্বজন নীলদীপ বড়ুয়া বলেন, “এক ভাই দুই বোনের মধ্যে প্রিয়ন্তি সবার বড়। গোসল করতে নেমে তলিয়ে যাওয়া ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক।”

পূর্ববর্তী নিবন্ধচবির রোকেয়া হলে শিক্ষার্থীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধচবি ৪৩ ব্যাচের ইফতার-দোয়া মাহফিল অনুষ্ঠিত