রাঙ্গুনিয়ায় খাল থেকে মরদেহ উদ্ধার

জখম একজনকে পাঠানো হলো মেডিক্যালে

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:১৭ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ছোটন কুমার দাশ (৩৫)।

তিনি পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জমিদারটিলা এলাকার রনজিত কুমার দাশের ছেলে।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে একই ইউনিয়নের শিলক খালের খালছিড়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। খালের পাড়ে একটি রক্তাক্ত ছুরিও পাওয়া গেছে৷

এর আড়াইশ ফুট দূরত্বে হরিহর সড়কে মো. জাহাঙ্গীর (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাহত অবস্থায় পাওয়া গেছে। তিনি পদুয়া জয়নগর এলাকার নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে আহত ও নিহতের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মুখে মদের গন্ধ রয়েছে। সম্ভবত মদ পান করেছে সে। মরদেহটির পাশে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে। মরদেহটি মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।”

আহত জাহাঙ্গীরের বিষয়ে তিনি বলেন, “জাহাঙ্গীরকে হরিহর সড়কে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে কে ছুরিকাঘাত করেছে সেই ব্যাপারে এখনো জানা যায়নি। নিহতের ঘটনার সাথে তার ছুরিকাহত হওয়ার ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

এই ব্যাপারে স্থানীয় ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো. হোসেন বলেন, “নিহত ছোটন বাড়ির পাশে একটি মুদির দোকান করত। অন্যদিকে, আহত জাহাঙ্গীর কৃষি কাজের পাশাপাশি লাভের বিনিময়ে টাকা ধার দিত। সম্ভবত তাদের দু’জনের মধ্যে পাওনা টাকা নিয়ে কোনো বিরোধ ছিল। তবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, অন্যদিকে আহত জাহাঙ্গীরকেও কে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি। তাই বিষয়টি রহস্যজনক।”

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মামার মাথা ফাটালো বখাটেরা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২