চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক এলাকার নির্মাণাধীন একটি প্রাথমিক স্কুল ভবন থেকে চাঁদার দাবিতে রাতের অন্ধকারে শ্রকিকদের উপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র। এসময় পাঁচ নির্মাণ শ্রমিককে বেধড়ক মারধর করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী জসিম উদ্দিন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ার এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানায়।
সূত্রে জানা যায়, গত ছয় মাস আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের টেন্ডার পেয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আল আমিন ট্রেডিং কোম্পানি।
কাজ শুরুর পর থেকে বিভিন্ন সময় স্থানীয় একটি চক্র চাঁদা দাবি করে আসছে। চক্রটি বিভিন্ন সময় নির্মাণাধীন ভবন প্রাঙ্গণে রাখা আড়াই লক্ষাধিক টাকার লোহার রড, মূল্যবান বিভিন্ন নির্মাণ মেশিনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
বুধবার দিনগত রাত দেড়টার দিকেও জনৈক তানভীরসহ (২৫) চাঁদাবাজ চক্রের ১০/১২ জন সদস্য দেশীয় অস্ত্র হাতে নির্মাণাধীন স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। তাদের এই কাজে বাধা দেয়ায় সেখানে রাত্রিযাপন করা পাঁচজন শ্রমিককে বেধড়ক মারধর করে তাদের তিনটি মুঠোফোন ও নগদ টাকা ও বিভিন্ন নির্মাণ মালামাল নিয়ে যাওয়া হয়।
এতে গুরুতর আহত হন নির্মাণ শ্রমিক ওসমান গণি (৩২), মোহাম্মদ মফিজ (২২), নুরুল আবছার (২৬), রাসেল মিয়া (২৩) ও মোহাম্মদ মঈনুদ্দিন (২৬)। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে চক্রটির সদস্যরা পালিয়ে যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এই ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী জসিম উদ্দিন জানান, কাজ শুরুর পর থেকে তারা চাঁদা দাবি করে আসছে। এখন পর্যন্ত কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে তারা। সর্বশেষ নির্মাণস্থলে হামলা চালিয়ে পাঁচজন শ্রমিককে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেছে। চাঁদা না পেলে তারা তাদের প্রাণনাশেরও হুমকি দিয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও থানায় লিখিত আকারে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।
এই ব্যাপারে ঘটনাস্থলে তদন্তে আসা রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এই ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম বলেন, “একটি সরকারি স্কুল ভবন নির্মাণে চাঁদার দাবিতে এভাবে ন্যাক্কারজনক হামলা করা অত্যন্ত দুঃখজনক। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।”
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী এ ব্যাপারে বলেন, “স্কুল ভবন নির্মাণ কাজে যারা এভাবে চাঁদা দাবি করেছে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নিতে থানাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।”