রাঙ্গুনিয়ায় রনি শীল (৩৬) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে৷ এসময় তার সাথে থাকা স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রহ্মোত্তর দক্ষিণ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড মজুমদারখীল গ্রামের গোপাল শীলের ছেলে। ব্রহ্মোত্তর রাস্তার মাথা এলাকায় তার একটি স্বর্ণের দোকান রয়েছে। এই বিষয়ে আজ সোমবার (৩১ জুলাই) সকালে রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ করে মামলা দায়েরের আর্জি জানান তিনি। অভিযোগে ঘটনার সাথে তার একই গ্রামের গৌরাঙ্গ মোহন শীলের পুত্র রুপন শীলকে (৪৫) অভিযুক্ত করেন তিনি।
লিখিত অভিযোগে তিনি জানান, গত ২৮ জুলাই রাত সাড়ে ৮টার দিকে স্বর্ণ ব্যবসায়ী রনি শীল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ব্রহ্মোত্তর দক্ষিণপাড়া নতুন পুকুর পাড়ের সামনে এলে অভিযুক্ত রুপন শীল তার পথরোধ করে এলোপাথাড়ি মারধর শুরু করে। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়ে যান। এমনকি তার বাম চোখে আঘাত লেগে রক্তাক্ত হয়ে গুরুতর জখম হয়। পরে তার সাথে থাকা নগদ ৪৮ হাজার ৭২০ টাকা, দুই ভরি দুই আনা ওজনের একটি স্বর্ণের চেইন, এক জোড়া হাতের বালা নিয়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নগরীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করে।
আহত রনি শীল বলেন, “রুপন শীল আমার একই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে বিভিন্নভাবে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে এলোপাথাড়িভাবে মারধর করে আমার প্রায় অর্ধ লাখ টাকা, স্বর্ণের চেইন ও বালা নিয়ে যায়। আমার বাম চোখ অনেকটা নষ্টের উপক্রম হয়েছে এখন। অভিযুক্ত রুপনের বিরুদ্ধে একাধিক বিয়েসহ নারী কেলেঙ্কারি, মাদক ব্যবসায়সহ একাধিক অভিযোগ রয়েছে। এসবের কারণে রুপন জেলও খেটেছে।”
অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত রুপন শীলের মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কুমার দে জানান, থানায় লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।