রাঙ্গুনিয়ায় মায়ের সামনে সন্তান খুনের ঘটনায় আসামী গ্রেফতার

অস্ত্র-কার্তুজ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৩৯ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ার সরফভাটায় মায়ের সামনে সন্তান খুন এবং ছয় গ্রামবাসীকে কুপিয়ে জখম করার ঘটনার অন্যতম এক অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. শওকত হোসেন (৩৫)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তাকে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জানান, গত ১০ জানুয়ারি উপজেলার সরফভাটা ছৈয়দুরখীল গ্রামে সংঘবদ্ধ সন্ত্রাসীরা গুলি করে মায়ের সামনে মো. মোজাহের (৩০) নামের এক ব্যক্তিকে হত্যা করে। মোজাহের ওই এলাকার মো. হারুনের ছেলে। যাওয়ার সময় সন্ত্রাসীরা দোকানে বসে থাকা ছয় গ্রামবাসীকেও কুপিয়ে জখম করে এবং ১০ রাউন্ড গুলি ছুড়ে আতংক ছড়িয়ে দেয়।

এই ঘটনায় অভিযান চালিয়ে ইতিপূর্বে এজাহারভুক্ত ৩ আসামী এবং সন্দেহভাজন আরও ৪ জনসহ মোট ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে সরফভাটা থেকে মামলার ৪নং আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ওবায়দুল। গ্রেফতার শওকতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মামলার প্রধান আসামী পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় গণপিটুনিতে চোর নিহত
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে মগ লিবারেশন পার্টির পাঁচ সন্ত্রাসী আটক