মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল বাস ২টি

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৮ জুন, ২০২২ at ৬:২৬ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশেপাশের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

আজ বুধবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উপজেলার রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঠান্ডাছড়ির হাকিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সড়কে দীর্ঘ এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস দু’টি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী পাহাড়িকা ও রাঙামাটিগামী বিআরটিসি বাস দু’টি সড়কের ঠান্ডাছড়ি হাকিমনগর মসজিদ অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগামী বাস দু’টি সড়কের বাঁকে গিয়ে গতি না কমানোর ফলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে গাড়ি দু’টির সামনের দিকে দুমড়েমুচড়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল বারেক বলেন, “বৃষ্টির মধ্যে হঠাৎ বিকট শব্দে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয়রা গিয়ে উদ্ধার কাজ চালায়। বাস দু’টিতে অন্তত অর্ধশত যাত্রী ছিল। দুই চালকসহ এর মধ্যে অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশেপাশের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় রাঙ্গামাটি সড়কে অন্তত এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।”

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহাবুব মিলকী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাস দু’টি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করি। এই ঘটনায় বাস দু’টি জব্দ করা হয়েছে। থানায় মামলা দায়ের হবে।”

পূর্ববর্তী নিবন্ধঝাড়ফুঁকের নামে ধর্ষণ, কবিরাজের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধপাওয়া গেল সম্পূর্ণ পোড়া মরদেহ, মাথার খুলি