রাঙ্গুনিয়ার স্কুল ছাত্র মো. কামাল হোসাইন (১১)। মা, দুই ভাই ও দুই বোনের সাথে সিএনজিচালিত অটোরিকশায় করে ঈদের বাজারে কেনাকাটা করতে যাচ্ছিল কিন্তু তার আর ঈদ বাজারে যাওয়া হলো না। পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
নিহত কামাল উপজেলার বেতাগী ইউনিয়নের মির্জাখীল এলাকার মো. বাবুলের ছেলে। সে কর্ণফুলী মডার্ন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
জানা যায়, মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে চন্দ্রঘোনা লিচুবাগান যাচ্ছিল তারা। যাওয়ার পথে কাপ্তাই সড়কের বুইজ্জার দোকান এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশায় থাকা শিশু কামাল, তার মা, জমজ দুই ভাই এবং তার দুই বোনসহ গুরুতর আহত হয়।
তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।
আহত অন্যরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ বুধবার (১৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে নিহত শিশু কামালের নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিল্কি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি, অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।