মেয়ের বিয়ের দাওয়াত দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় বাবার মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৪ এপ্রিল, ২০২৩ at ৯:৩৭ অপরাহ্ণ

আগামী পরশুদিন মেয়ের বিয়ের নির্ধারিত দিন ছিল। মেয়ের বিয়েতে দাওয়াত কার্ড ও আর অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন বাবা। আজ সোমবার (২৪ এপ্রিল) বিকেলে মেয়ের বিয়ের দাওয়াত দিয়ে ফিরছিলেন তিনি কিন্তু বাড়িতে জীবিত ফিরতে পারেননি, ফিরেছেন প্রাণহীন দেহে কারণ পথে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় আহত হয়েছে তার এক সন্তান। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা গণবিদ্যালয় সংলগ্ন এলাকায়।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইউসুফ (৬০)। তিনি উপজেলার কোদালা ইউনিয়নের ৬নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় তার মাদ্রাসা পড়ুয়া সন্তান মোহাম্মদ হাসনাত (১৩) গুরুতর আহত হয়। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের বড় সন্তান নাজমুল হক জানান, আগামী পরশু দিন তার বোনের বিয়ের দাওয়াত দিতে তার বাবা ও ভাই উত্তর রাঙ্গুনিয়ার নিশ্চিন্তাপুর এলাকার আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। আজ সোমবার বিকেলের দিকে দাওয়াত দিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে ফিরছিলেন তারা। ফেরার পথে তাদের গাড়িটি কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা গণবিদ্যালয় এলাকায় এলে সড়কের পাশে থাকা একটি গরুকে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে গিয়ে অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তার বাবা-ভাইসহ গাড়িতে থাকা অপর দুই নারী যাত্রী ও চালক। স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা ক্রিস্টিয়ান হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, “হাসপাতালে আনার আগেই বৃদ্ধ লোকটি মারা যান। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন ছিল না। তবে মাথার কাছে কপালের দিকে একটি ক্ষত ছিল। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় ধাক্কা খাওয়া গরুটিও মারা গেছে। আহত সিএনজিচালিত অটোরিকশা চালকের নাম মো. বাচা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, “এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।”

এদিকে, মেয়ের বিয়ের দু’দিন আগে বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইউসুফ স্ত্রী, তিন ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধঈ‌দে লোকারণ‌্য বাঁশখালী সমুদ্র সৈকত
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম শরীফকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন