রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী মারা গেছে। তার নাম মো. মাসুদ (৪০)। তার বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি এলাকায়।

আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের খামার বাড়ি এলাকায় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, কাউখালীর নাইল্যাছড়ি বাড়ি থেকে মাসুদ সিএনজিচালিত অটোরিকশায় করে রাঙ্গুনিয়ার রাণীরহাট যাচ্ছিলেন। তিনি ইসলামপুর ইউনিয়নের খামার বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি চাঁদের গাড়ির (জিপ) সাথে অটোরিকশাটির সংর্ঘষে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ট্রাকচাপায় মা-মে‌য়ের মৃত্যু
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় পাহাড়-কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা