রাঙ্গুনিয়ায় সড়ক পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। তার নাম আহমদ হোসেন বলে জানা গেছে।
তিনি উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জান মোহাম্মদ পাড়া এলাকার মৃত রঞ্জু মিয়ার পুত্র।
আজ সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মরিয়মনগর-রাণীর হাট সড়কের স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের জান মোহাম্মদ পাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় মোগলের হাট বাজারে সবজি বিক্রি করেন তিনি। দুপুরে বিক্রি শেষে বাড়িতে ভাত খেতে যাওয়ার সময় সড়ক পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উপমা সিংহ বলেন, “আহত ব্যক্তিটিকে হাসপাতালের আনার ১৫ মিনিট পর তিনি মারা যান। তার মাথায় গুরুতর জখম হয়েছিল।”
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, “অটোরিকশা চালককে আসামি করে থানায় মামলা হয়েছে। চালক পলাতক রয়েছে তবে সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।”