পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. রোবাইয়াৎ রশিদ(২৬)। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের কাট্টলি এলাকায়।
আজ শনিবার(৬ আগস্ট) দুপুর ৩টার দিকে রাঙামাটির কাপ্তাই আসামাবস্তি সড়কে বার্গি রেস্টুরেন্টের পিছনে কাপ্তাই হ্রদে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি কাপ্তাই আসামাবস্তি সড়কে বার্গি রেস্টুরেন্টের পিছনে কাপ্তাই হ্রদে গোসল করতে নামেন রোবাইয়াৎ রশিদ ও তার বন্ধুরা। এক সময় কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যান রোবাইয়াৎ।
পরে তার বন্ধুরা তাকে পানিতে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে খবর দেয় ফায়ার সাভিসের ডুবুরি দলকে। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে হ্রদের পানি থেকে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কবির হোসেন বলেন, “পানিতে ডুবে নিহত পর্যটক রোবাইয়াৎ রশিদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”