রাঙামাটিতে অজগর অবমুক্ত

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৩১ অক্টোবর, ২০২২ at ৭:১৭ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটিতে ২টি অজগর সাপ অবমুক্ত করেছে কাপ্তাই উপজেলা বনবিভাগ। আজ সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলার জাতীয় উদ্যানে এ সাপগুলো অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তা মো. খন্দকার মাহমুদুল হক মুরাদ।

বন বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি রাঙামাটি কলেজ গেইট এলাকা থেকে একটি ও বিজিবি সেক্টর এলাকা থেকে অন্য একটি অজগর সাপ উদ্বার করেন দক্ষিণ বন বিভাগের কর্মকর্তারা। পরে সাপগুলো রাঙামাটির কাপ্তাই উপজেলার অধীনে ফরেস্ট রেঞ্জে হস্তান্তর করা হলে বন বিভাগের কর্মকর্তারা সাপগুলো অভায়শ্রমে অবমুক্ত করেন।

কাপ্তাই বন বিভাগের কর্মকর্তা মো. খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, অজগর সাপ ২টি খুবই সুস্থ সবল আছে। তাদের পর্যাপ্ত খাবার দেয়ার পর বনে অবমুক্ত করা হয়েছে। একটি অজগর লম্বায় ৭ ফুট, ওজন প্রায় ৫ কেজি। অন্যটি ৬ ফুট, ওজন প্রায় ৭ কেজি।

পার্বত্যাঞ্চলের জীববৈচিত্র রক্ষা করতে বন বিভাগ কাজ করছে এবং পাহাড়ে বন্যপ্রাণী রক্ষা করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ডিবেটিং স্কিলস শীর্ষক কর্মশালা শুরু
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে মাইক্রোবাসের ধাক্কায় বাবা-মার সামনে ছেলের মৃত্যু