রাঙামাটি মহিলা দলের কমিটি প্রত্যাখ্যান করে কার্যক্রম স্থগিত রাখার দাবি

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৭:২৬ অপরাহ্ণ

নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রাঙামাটি জেলা কমিটিকে প্রত্যাখ্যান করে কমিটির কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছেন ঘোষিত কমিটির বেশ কিছু নেতা।

আজ রবিবার (১০ এপ্রিল) রাঙামাটিতে জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মিনারা বেগম ও সাধারণ সম্পাদক সাহিদা আক্তারের নেতৃত্বে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সদ্য ঘোষিত কমিটিকে অগণতান্ত্রিক ও একপেশে উল্লেখ করে বলা হয় মহিলা দলের কেন্দ্রীয় কমিটি বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে জেলা বিএনপির পরামর্শ উপেক্ষা করে পুরোনো ত্যাগী নেতাদের বাদ দিয়ে এ কমিটি ঘোষণা করেছে। এ কমিটিতে নির্যাতিত ও ত্যাগীদের চরমভাবে অবহেলা করা হয়েছে। এ সময় বর্তমান কমিটি থেকে বেশ কিছু নেতৃবৃন্দের পদত্যাগের ঘোষণা দেয়া হয়।

সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কমিটির কাছে ৫০ জনের পদত্যাগের একটি আবেদন দেখানো হয় যেখানে নামের পাশে ৩৮ জন স্বাক্ষর করেছেন।

এক প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, বর্তমান কমিটিতে অযোগ্য, নিজেদের আত্মীয়-স্বজন এবং আওয়ামী লীগের সদস্যকে রাখা হয়েছে।

জেলা বিএনপির মধ্যে কোনো প্রকার ভুল বুঝাবুঝি বা গ্রুপিংয়ের সাথে মহিলা দলের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপিকে বসে আলোচনার মাধ্যমে দলের সকল সমস্যা সমাধানের আহ্বান জানান।

সাংবাদিক সম্মেলন জেলা মহিলা দলের সাবেক সভাপতি মিনারা বেগম, সাধারণ সম্পাদক সাহেদা আক্তার, ঘোষিত কমিটির সহ-সভাপতি মনোয়ারা বেগম, নন্দিতা দাশ, লাভলী আক্তার, যুগ্ম সম্পাদক নাজমা আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল নুরজাহান বেগম পারুলকে সভাপতি, সালেহা আক্তারকে সাধারণ সম্পাদক ও বাবলি ইয়াসমিনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় মহিলা দল।

ঘোষিত কমিটিতে বিগত কমিটির সভাপতি মিনারা বেগম ও সাধারণ সম্পাদক সাহেদা আক্তারকে ১ ও ২নং কার্যনির্বাহী সদস্য রাখা হয়েছে।

এর আগে কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ রাঙামাটি সফর করে মহিলা দলের কর্মী সমাবেশ করে যান।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধনগরীর ৯ এলাকায় ম্যাজিস্ট্রেটের অভিযান, ৩৭ হাজার টাকা জরিমানা