রাঙামাটিতে মারিশ্যা-দিঘীনালা সড়কে পাহাড় ধসের ৪ ঘণ্টা পর যানচলাচল শুরু

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৫:০৮ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘীনালা সড়কের ১৪ কিলোমিটার-এর দুই টিলা এলাকায় সড়কের উপর পাহাড়ের মাটি ধসে সকাল থেকে সড়কের দুই পাশে বেশকিছু যানবাহন আটকা পড়ে।

পরে সংবাদ পেয়ে সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের দুই টিলা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা মাটি সরানোর কাজ করে সড়কের দুই পাশে আটকে পড়া যানবাহন পার করে দেয়। এতে ৪ ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর মারিশ্যা-দিঘীনালা সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পাহাড়ের মাটি ধসে পড়েছে। আমরা সংবাদ পাওয়ার পরপরই সেনাবাহিনী ও সড়ক বিভাগকে অবগত করে দ্রুত মাটি সরাতে অনুরোধ করি। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাটি সরানোর কাজ শুরু করে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া এই সড়কের ১৮ কিলোমিটার এলাকা জুড়ে ১০টি পয়েন্টে পাহাড় ধসের ঝুঁকি থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকা উত্তোলন করে স্থানীয় ও সড়কে যাতায়াতকারীদের সতর্ক করা হয়েছে।”

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সেনাবাহিনীর এই তড়িৎ পদক্ষেপের প্রশংসা করে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধস্পিকারের হাত থেকে জাতীয় মৎস্য পদক গ্রহণ করলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধঅস্ত্র মজুদ করছে বিএনপি: কাদের