পার্বত্য জেলা রাঙামাটির জুরাছড়ি উপজেলার সদরের বাজারে অগ্নিকাণ্ডে ৫১টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আজ রবিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তার সঠিক তথ্য কেউ দিতে পারেনি।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ, সেনাবাহিনী, আনসার ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের লেলিহান শিখা বৃদ্ধি পাওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিছু কিছু দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হলেও অধিকাংশই পুড়ে গেছে।
এদিকে, জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ জানিয়েছেন, জুরাছড়ি বাজারে আগুনে ৩৭টি দোকান, ১০টি বসতঘর ও ৪টি ভাসমান দোকান পুড়ে গেছে।
তিনি জানান, আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে।
এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা হতে পারে বলে জানান তিনি।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করেছেন।
এ সময় সুরেশ কুমার চাকমাসহ স্থানীয়রা ফায়ার স্টেশন না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন।