পার্বত্য জেলা রাঙামাটিতে ডাকা ৩২ ঘন্টার হরতাল স্থগিত করা হয়েছে। হরতালের কারণে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের পূর্ব নির্ধারিত সভা স্থগিত হওয়ায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ হরতাল স্থগিতের ঘোষণা দেয়।
জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের পরিপ্রেক্ষিতে রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করা হয়েছে।
ভূমি কমিশন সচিব (যুগ্ম জেলা জজ) খাগড়াছড়ি মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই বৈঠক স্থগিত ঘোষণা করা হয়।
উক্ত জারিকৃত পত্রে আরো জানানো হয়, ভূমি কমিশনের অন্যতম সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সূত্রোক্ত স্মারক মূলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত পত্রে রাঙামাটি পার্বত্য জেলায় ৬ ও ৭ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কর্তৃক হরতাল আহ্ববান করার প্রেক্ষিতে অত্র ভূমি কমিশনের ৭ সেপ্টেম্বরের পূর্ব নির্ধারিত সভা স্থগিত করার অনুরোধ করায় এবং কমিশনের অন্যান্য সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে অত্র কমিশন আগামী ৭ সেপ্টেম্বর বুধবারের সভা স্থগিত করা হলো বলে পত্র উল্লেখ করা হয়।
এর পরপরই আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাঙামাটিতে এক প্রেস ব্রিফিংয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান হরতাল স্থগিতের ঘোষণা দেন।
এর আগে হরতালের সমর্থনে সকাল থেকে প্রধান সড়ক দখলে নেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা।
শহরের বিভিন্ন স্থানে টায়ার জালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে পিকেটাররা।
এদিকে, হরতালের কারণে বন্ধ ছিল সব ধরনের যানবাহন। খোলেনি দোকান-পাট। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মারুফ আহম্মেদ জানিয়েছেন, হরতালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাঙামাটি শহরে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।