রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলীতে আঞ্চলিক সংগঠনের দুই গ্রুপের গোলাগুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)এর পোষাক পরিহিত একজন নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসাইন জানান, উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ শনিবার(২৫ জুন) সকালে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)এর সদস্য বলে ধারণা করা যাচ্ছে বলে জানিয়েছেন ওসি।
তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি। এ সংবাদ লেখা পর্যন্ত গোলাগুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।