রাঙামাটিতে এক হাজার মানুষকে দুপুরের খাবার দিলেন দীপংকর তালুকদার এমপি

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ১০:৩৬ অপরাহ্ণ

রাঙামাটি জেলায় টানা বর্ষণে শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষের পাশে দাঁড়িয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

তিনি আজ মঙ্গলবার (৮ আগস্ট) রাঙামাটি শহরের সাতটি আশ্রয় কেন্দ্রে ১ হাজারের বেশি আশ্রিত মানুষকে দুপুরের খাবার বিতরণ করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, রাঙামাটি জেলা পরিষদের প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়া, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ছলিম উল্লাহ সেলিম, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মো. কাজল, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মো. সোলায়মান সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় দীপঙ্কর তালুকদার বলেন, “২০১৭ সালের যে পাহাড় দেশের ঘটনা ঘটেছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আগে থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছি। রাঙামাটি জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য দীর্ঘ পাঁচ দিন কষ্ট করে কোনো ধরনের জানমালের ক্ষতি হতে দেয়নি।”

দীপঙ্কর তালুকদার সমাজে বিত্তবানদের আহ্বান জানিয়ে বলেন, “রাঙামাটি জেলা আওয়ামী লীগ ত্রাণ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের পাশে থাকাটাই হচ্ছে মানবতা।”

জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাবুলের ছাত্রজীবনের বন্ধু বিকাশে তিন লাখ টাকা পাঠিয়েছিলেন কিলারদের
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি