পার্বত্য জেলা রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার জাল নোট সহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটকরা হলো মো. মিলন রহমান ও মো. শাহ আলম।
আজ সোমবার (২৩ মে) ভোর রাতের দিকে শহরের রিজার্ভ বাজারে অবস্থিত একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জাল নোট সহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি ১ হাজার টাকার জাল নোটের বান্ডিল জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিস ইনচার্জ এমদাদুল হক শেখ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোট সহ দুইজনকে আটক করি। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আরো দুইজন পালিয়ে যায়। তাদের নামে রাঙামাটি কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।”