রাঙামাটিতে খেলা করতে করতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৪ অক্টোবর, ২০২২ at ৯:১৯ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির কাউখালীতে পুকুরে ডুবে টিকলি বড়ুয়া নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু টিকলি বড়ুয়া সোনইছড়ি এলাকার সুদত্ত বড়ুয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে টিকলি বড়ুয়া ঘরের পাশেই খেলা করছিল। হঠাৎ কোনো এক সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, “খবর পেয়ে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলমকে ঘটনাস্থলে পাঠিয়েছি। বিস্তারিত জেনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ ফিরছে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অজগর উদ্ধার