রাঙামাটিতে চাঁদা না পেয়ে অটোরিকশা পুড়িয়ে দেওয়ার অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১৯ অপরাহ্ণ

রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে মাসিক চাঁদা না দেওয়ার অভিযোগে পাহাড়ের একটি আঞ্চলিক দলের সন্ত্রাসীরা একটি অনটেস্ট সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঐ সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাটি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের মধ্যে পড়েছে বলে জানান কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে, খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

তিনি বলেন, “আমরা ঘটনার সংবাদ পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে ঐ সড়কে গিয়ে অটোরিকশার আগুন নেভাতে সক্ষম হই এবং অটোরিকশাটির ইঞ্জিন বাঁচাতে পারলেও ততক্ষণে বাকি অংশটুকু আগুনে পুড়ে যায়।”

ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই ৭আর ই ব্যাটালিয়নের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

পুড়ে যাওয়া অটোরিকশাটির চালক রাঙামাটি তবলছড়ি মসজিদ কলোনি এলাকার বাসিন্দা মো. কামাল হোসেনের সাথে মোবাইল ফোনে দুপুরে যোগাযোগ করা হলে তিনি বলেন, “৪ থেকে ৫ জনের সশস্ত্র সন্ত্রাসী গাড়ি থামিয়ে মাসিক টোকেন আছে কি না জিজ্ঞেস করে। তারা মাসিক চাঁদা না পেয়ে আমাকে গুলি করতে চাইলে আমি না মারার জন্য কাকুতি মিনতি করি। তাদেরকে ১ হাজার টাকা দিতে চাইলেও তারা তা না শুনে অটোরিকশায় আগুন লাগিয়ে দিয়ে চলে যায়।”

ঘটনার সময় উক্ত অটোরিকশা চালক ২ জন যাত্রী নিয়ে রাঙ্গামাটি হতে কাপ্তাইয়ের দিকে আসছিলেন বলে জানান তিনি।

এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করেছেন কি না জানতে চাইলে অটোরিকশা চালক মো. কামাল হোসেন বলেন, “আমি বর্তমানে কাপ্তাই নতুনবাজার এলাকায় অবস্থান করছি এবং বিষয়টি রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতির নেতৃবৃন্দকে অবহিত করেছি।”

কাপ্তাই নতুনবাজার সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে রাঙামাটি জেলা সিএনজি চালক সমিতির কাছে অভিযোগ দায়ের করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

এদিকে, রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধচবিতে মধ্যরাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
পরবর্তী নিবন্ধশনাক্তের হার ফের ১০ শতাংশ ছাড়াল