রাঙামাটির রাজস্থলীতে ট্রাকের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু, আহত ২

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৫:২৪ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় পাথরবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মো. শাহজাহান (৫৫) নামে একজন ট্রাক শ্রমিকের মৃত্যু হয়েছে। মারাত্মক আহত হয়েছেন ২ জন। তারা হলেন রবিউল হোসেন (২৫) এবং ইউনুচ আলী (৩২)। দুর্ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১১ মার্চ) রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আমতলীপাড়া নামক স্থনে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ট্রাক দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, “পাথরবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি থানা হেফাজতে আনা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

স্থানীয় ইউপি মেম্বার এমদাদুল হক মিলন বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে উপস্থিত এবং আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং মারাত্মক আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।”

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, “আমরা আহত রোগীদের দ্রুত চিকিৎসা দেয়ার প্রস্তুতি নিই। তবে আহত শাহজাহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পঠানো হয় কিন্তু পথেই তিনি মৃত্যুবরণ করেন।”

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে কাভার্ডভ্যান-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারী নিহত
পরবর্তী নিবন্ধবাঁশখালী র‌্যা‌বের হা‌তে অস্ত্রসহ আটক ১