এভাবেই হঠাৎ ধনী রামুর শাহাবুদ্দিন!

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ১০:১৭ অপরাহ্ণ

অবশেষে বেরিয়ে এসেছে রামুর খুনিয়াপালং-এর ড্রাইভার শাহাবুদ্দিনের ‘আলাদিনের চেরাগ’ হাতে পাওয়ার আসল রহস্য।

গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলা কারাগার সংলগ্ন বাইপাস সড়কে ডিবি পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা ও বিলাসবহুল দু’টি গাড়িসহ ধরা পড়ে ড্রাইভার শাহাবুদ্দিন।

আটক শাহাবুদ্দিন রামু উপজেলার উত্তর খুনিয়াপালং এলাকার ছৈয়দ আলমের ছেলে। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা পুলিশের পরিদর্শক সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস সড়কে ঢাকা মেট্রো গ-২৭-৩০১০ নম্বরের প্রিমিও গাড়ি থেকে চট্ট মেট্রো-চ-১১-৩৬৯৩ নম্বরের নোয়া মাইক্রোবাসে ইয়াবা হস্তান্তরকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রিমিও গাড়ির চালক পালিয়ে গেলেও নোয়া গাড়ির চালক শাহাবুদ্দিনকে আটক করা সম্ভব হয়। এ ব্যাপারে কক্সবাজার সদর মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, খুনিয়াপালংয়ের ড্রাইভার শাহাবুদ্দিন কয়েক বছর আগেও বেশ দরিদ্র জীবনযাপন করতেন। এখন রয়েছে তার বেশ কয়েকটি গাড়ি। ইয়াবা ব্যবসা করে তিনি ‘আলাদিনের চেরাগ’ হাতে পাওয়ার মতো হঠাৎ বড় লোক হয়েছেন। ডিবির অভিযানে হাতেনাতে ধরা পড়ে বেরিয়ে এসেছে তার বড়লোক হওয়ার আসল রহস্য।