রামুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আহত ২

রামু প্রতিনিধি | সোমবার , ১১ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০৪ অপরাহ্ণ

কক্সবাজারের রামুর চাকমারকুলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন গাড়িটির আরও ২ জন আরোহী।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক মো. কামাল উদ্দিন (২৩) রামুর গর্জনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম বোমাংখিল গ্রামের মনিরুল আহমদের ছেলে।

এ ঘটনায় আহত আরও দুই মোটরসাইকেল আরোহী হলেন রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৃত নুরুল ইসলামের মেয়ে মুন্নী আকতার। অপর আরোহীর পরিচয় জানা যায়নি।

মুন্নী আক্তার জানান, জেলে থাকা স্বামীকে দেখার জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেলে কক্সবাজার গিয়েছিলেন। ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশের এএসআই রাকিবুল ইসলাম একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআর ১ ফুট বাড়লেই ছাড়তে হবে কাপ্তাই লেকের পানি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ২ লাখ ঘনফুট বালু জব্দ