ফটিকছড়ির রামগড় চা বাগানে চা পাতা উত্তোলনের সময় বজ্রপাতে ছয় চা শ্রমিক আহত হয়েছে। তাদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (২৮ আগস্ট) দুপুরে বাগানের ৩১ নম্বর গেইটে এ ঘটনা ঘটে।
রামগড় চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগর জানান, শ্রমিকরা বাগানের চা পাতা উত্তোলনে ব্যস্ত ছিলেন। এমন সময় আকস্মিক বজ্রপাতে আহত হলে তাদের উদ্ধার করে শ্রমিকরা হাসপাতালে নিয়ে যায়।
আহতরা চা শ্রমিকরা হলেন রুমা (৩৫) স্বামী- কুমদ, অর্চনা (৩৮) স্বামী- সুভাস, অঞ্জলী রাণী (৩৫) স্বামী- খোকন, সিপন (৩৫) পিতা- বিষ্ণু, লতামনি (৩০) স্বামী- সয়েল।
তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে রীতা (৩৫) স্বামী- সুমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকসানা ইয়াছমিন বলেন, “বজ্রপাতে আহত রামগড় চা বাগানের ৬ জন নারী-পুরুষ ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।”