বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগ

বন্দরে ৩ নম্বর সংকেত

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

আজ মঙ্গলবারও (১৩ সেপ্টেম্বর) সমুদ্রবন্দরগুলোতে বহাল রয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত। জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি। বৃষ্টির কারণে নগরবাসীকেও পড়তে হয়েছে দুর্ভোগে।

সাগর উত্তাল থাকায় মাছধরার নৌযানগুলো উপকূলে ভিড় করছে।

বৃষ্টিপাতের কারণে সকালে সড়কে গণপরিবহন বিশেষ করে বাস, টেম্পো, সিএনজিচালিত অটোরিকশার সংখ্যাও ছিল কম। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক ও চাকরিজীবীদের গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগে পড়তে হয়। অনেককেই ঘণ্টার পর ঘণ্টা মোড়ে মোড়ে অপেক্ষা করতে দেখা যায়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩১ দশমিক ৮ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে।

তিনি বলেন, নিম্নচাপের কারণে চট্টগ্রামে জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বেশি হতে পারে। ভাটা শুরু হবে বিকেল ২টা ৩২ মিনিটে। আবার জোয়ার শুরু হবে রাত ৯টা ২০ মিনিটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্দরের জেটিতে জাহাজে পণ্য ওঠানামা, ইয়ার্ড, অফডক থেকে পণ্য ডেলিভারি স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং হেরিটেজ রোটারি ক্লাবের ভ্যান গাড়ি বিতরণ
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ওয়েল ফ্যাব্রিক্স পরিদর্শন