আজ ঈদ-উল-ফিতরের দিন দুপুরে বৃষ্টিতে গরমের তীব্রতা কমে কিছুটা স্বস্তি অনুভূত হলেও কিছুটা ভোগান্তিতে পড়েন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যারা ঘর থেকে বের হন তারা।
আজ মঙ্গলবার (৩ মে) দুপুর ১টার দিকে নগরীতে এ বৃষ্টি শুরু হয়।
ঈদের দিনসহ পরের দু’দিন সারা দেশে থেমে থেমে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে এমন আভাস দেওয়া হয়েছিল আবহাওয়া বার্তায়। এতে গরমের তীব্রতাও কমে যাবে।
বার্তায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঈদের দিন দুপুরে যারা বিনোদন কেন্দ্রগুলোর উদ্দেশে বের হন তাদের ভোগান্তি ফেলে এই বৃষ্টি।