রাহুল গান্ধীর জামিন

আজাদী অনলাইন | সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৬:৩৭ অপরাহ্ণ

মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় গুজরাটের আদালত ভারতের এই কংগ্রেস নেতার জামিন মঞ্জুর করেছে। পরবর্তী শুনানি ১৩ এপ্রিল।

মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মানহানির মামলায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জামিন দিল গুজরাটের সুরাট দায়রা আদালত।

এ মামলায় রাহুলকে দু’বছরের সাজার নির্দেশ দিয়েছিল সুরাটেরই ম্যাজিস্ট্রেট আদালত। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়রা আদালতে যান অন্তর্বর্তীকালীন জামিনে থাকা রাহুল।

আদালত ১৩ এপ্রিল পর্যন্ত রাহুলকে জামিন মঞ্জুর করেছে। তার দুই বছরের সাজাও স্থগিত করা হয়েছে। সাজার বিরুদ্ধে করা আপিলের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সাজার রায় স্থগিত থাকবে।

আপিলের পরবর্তী শুনানি হবে ১৩ এপ্রিলে। তার আগ পর্যন্ত রাহুলের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যাবে না।

সোমবার দায়রা আদালতে নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশের জন্য আর্জি জানান রাহুল। আদালতে রাহুলের সঙ্গে বোন প্রিয়ঙ্কা গান্ধী এবং কংগ্রেস শাসিত রাজস্থানের তিন রাজ্য— রাজস্থান, ছত্তিশগড়, হিমাচল প্রদেশের তিন মুখ্যমন্ত্রীও ছিলেন।

পরবর্তী শুনানিতে রাহুলকে আদালতে উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছে এনডিটিভি।

রাহুলের কারাদণ্ডাদেশের কারণে লোকসভায় তার সদস্যপদ খারিজ হয়ে গেছে। আদালত তার এই দণ্ডাদেশ খারিজ না করলে তিনি সদস্যপদ পাবেন না এবং ৮ বছরের জন্য নির্বাচনে তার অংশগ্রহণ নিষিদ্ধ হয়ে যাবে।

গত জাতীয় নির্বাচনে কেরালার ওয়েনাদ থেকে লোকসভা সদস্য নির্বাচিত হয়েছিলেন রাহুল।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক জনসভায় পলাতক ব্যবসায়ী নীরব মোদী ও ললিত মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবির মিল নিয়ে কটাক্ষ করে রাহুল বলেছিলেন, “সব চোরের পদবি মোদী হয় কী করে?”

ওই মন্তব্যের জেরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদী কংগ্রেসের সাবেক সভাপতি রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করে দেন।

সোমবার রাহুল তার বোন প্রিয়াঙ্কা এবং একদল কংগ্রেস নেতাকে নিয়ে সুরাটের আদালতে উপস্থিত হওয়ায় তাকে কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু টুইটারে লেখেন, “একজন অভিযুক্ত উচ্চ আদালতে আবেদন জানানোর জন্য নিজে যান না, যাওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু রাহুল গান্ধী বাচ্চাদের মতো দলবল নিয়ে সেখানে নাটক করতে গেছেন।”

এর প্রতিক্রিয়ায় রাহুল বলেছেন, আদালতে দলীয় নেতাদের উপস্থিতি গান্ধীর প্রতি তাদের সমর্থনেরই প্রতীক।

কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খড়গে বলেন, আদালতে উপস্থিতি শক্তি জাহির করা নয়। তিনি (রাহুল) দেশের জন্য লড়ছেন। এই লড়াইয়ে তাকে সমর্থন দিতেই তারা রাহুলের সঙ্গে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর ও খুলশীতে নিখোঁজ দুই কন্যাশিশুকে উদ্ধার করলো সিএমপি
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ৫ ব্যবসায়ীকে জরিমানা