চট্টগ্রাম হালিশহরের বসুন্ধরা জামিয়া দারুল উলুম মাদ্রাসায় -এতিম এবং অসহায় হাফেজি ছাত্রদের ঈদের সাজে সাজিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত সংঘ। শুক্রবার নগরীর বসুন্ধরা জামিয়া দারুল উলুম মাদ্রাসায় এসব ঈদের পোষাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা ও সাবেক সভাপতি হাসান রোবেল, বিওডি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল আমিন, আবু সায়েম ইমন, সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আরিফ ইমরান, সদ্য প্রাক্তন সভাপতি কাজি শরিফুল, জয়েন্ট সেক্রেটারি আব্দুল মোতালেব, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, সদস্য শরিফুল ইসলাম, হাসান তাইমুন, মো. তাইমুন, তাজিমসহ সংগঠনের স্বেচ্ছাসেবকগণ।
উল্লেখ্য, ২০১৪ সালে আলোকিত সংঘ প্রতিষ্ঠার পর থেকেই মুমুর্ষ রোগীর জন্য রক্ত সরবরাহ ছাড়া পুরো রমজান মাসে ইফতার, সেহেরি বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, করোনাকালী ত্রাণ বিতরণসহ প্রতিবছরই ঈদের সময় এমন ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম করে আসছে সংগঠনটি। এর পাশাপাশি বৃক্ষ রোপন, শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায় ছাত্রদের পড়ালেখার দায়িত্ব নেওয়া, শীতবস্ত্র বিতরণ, অসহায় রুগীর চিকিৎসা দায়িত্ব নেওয়া, গরীব অসচ্ছল পরিবারের বাজার সামগ্রী বিতরণসহ চট্টগ্রামে সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম করে আসছে আলোকিত সংঘ।