চলে গেলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ

উত্তরাধিকার সূত্রে যুক্তরাজ্যের রাজা চার্লস

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৫৭ অপরাহ্ণ

সত্তর বছর যুক্তরাজ্য শাসন করার পর জীবনাবসান হয়েছে রাণী দ্বিতীয় এলিজাবেথের।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৯৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাকিংহাম প্রাসাদ।

তাঁর অসুস্থতার খবরে এদিন সেখানে ছুটে গিয়েছিলেন তাঁর চার ছেলেমেয়ে— যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রৃ (৬২), যুবরাজ এডওয়ার্ড (৫৮) এবং চার্লসের বড় ছেলে যুবরাজ উইলিয়াম। সুদূর আমেরিকা থেকে ছুটে যান উইলিয়ামের ভাই হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান।

সবচেয়ে বেশি সময় ধরে যুক্তরাজ্য শাসন করা রাণী দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুকালে ছিলেন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে।

তিনি ছিলেন যুক্তরাজ্য সহ ১৪টি কমনওয়েলথ দেশের রাষ্ট্রপ্রধান যেগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া, কানাডা এবং জ্যামাইকা।

কয়েক মাস আগেই তাঁর সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপন করা হয়েছিল।

এরপর রাণী গ্রীষ্মকালীন বিশ্রামে ছিলেন এবং গত জুলাই মাস থেকে বারমোরাল প্রাসাদে অবস্থান করছিলেন।

এর মধ্যে গত মঙ্গলবার লিজ ট্রাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেতে স্কটল্যান্ডের বালমোরালে রাণীর কাছে গিয়েছিলেন যা ছিল ব্রিটিশ রাজতন্ত্র রীতির ব্যতিক্রম।

মৃত্যুকালে তিনি চার সন্তান, আট নাতি-নাতনী এবং বারো প্রপৌত্র-প্রপৌত্রী রেখে যান।

উত্তরাধিকার সূত্রে এখন যুক্তরাজ্যের রাজা হবেন তাঁর পুত্র চার্লস।

৭৩ বছর বয়সে যুক্তরাজ্যের ইতিহাসে তিনিই হচ্ছেন সবচেয়ে বর্ষীয়ান রাজা।

সরকারিভাবে তাকে ডাকা হবে রাজা চার্লস তৃতীয় নামে।

পূর্ববর্তী নিবন্ধক্লাবে বরযাত্রীর পরিবর্তে হাজির হলেন ম্যাজিস্ট্রেট
পরবর্তী নিবন্ধসাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান মারা গেছেন