বাবার উপাধি পেল ছেলে, মায়ের উপাধি স্ত্রী

উইলিয়াম হলেন প্রিন্স অভ ওয়েলস, কেট প্রিন্সেস অভ ওয়েলস

আজাদী অনলাইন | শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৩৬ পূর্বাহ্ণ

ব্রিটেনের রাজা চার্লস তার বড় ছেলে উইলিয়াম ও পুত্রবধূ কেটকে প্রিন্স ও প্রিন্সেস অভ ওয়েলস উপাধি দিয়েছেন।

এই দুই উপাধি আগে ছিল চার্লস এবং তার প্রয়াত স্ত্রী ডায়ানার।

উইলিয়ামের মা ডায়ানা এতই জনপ্রিয় চরিত্র ছিলেন যে বিয়ে থেকে শুরু করে জীবনের অন্তিমলগ্ন পর্যন্ত তাকে ধারাবাহিকভাবে গণমাধ্যমের কাটাছেঁড়ার ভেতর দিয়ে যেতে হয়েছে।

চার্লসের সঙ্গে বিচ্ছেদের ৫ বছর পর, ১৯৯৭ সালে ফ্রান্সে এক গাড়ি দুর্ঘটনায় ৩৬ বছর বয়সী ডায়ানার মৃত্যুতে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষ শোক জানিয়েছিলেন।

রাজপরিবারের একটি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেট তার উপাধির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের কদর করলেও তিনি প্রিন্সেস অভ ওয়েলস হিসেবে নিজের আলাদা পথ তৈরি করতে চান।

রাণী এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যের রাজা বনে যাওয়া চার্লস গত বৃহস্পতিবার তার প্রথম ভাষণে বলেছেন, উত্তরসূরী উইলিয়ামকে প্রিন্স অভ ওয়েলস বানাতে পেরে তিনি গর্বিত।

রাজা হওয়ার আগ পর্যন্ত চার্লস ১৯৫৮ সাল থেকে এই প্রিন্স অভ ওয়েলস উপাধিতে ভূষিত ছিলেন।

উইলিয়াম ও কেট, দু’জনের বয়সই ৪০। সাম্প্রতিক বছরগুলোতে তারা রাজপরিবারের ভেতরকার মূল দায়িত্বগুলো নিজেদের করে নিচ্ছিলেন। জনসমক্ষে নিয়মিত হাজির হওয়ার পাশাপাশি রাণীর শাসনের ৭০ বছর উপলক্ষে হওয়া প্লাটিনাম জয়ন্তীর মতো বিভিন্ন অনুষ্ঠানে ছোট তিন সন্তান নিয়ে তাদের উপস্থিতির সংখ্যাও ক্রমাগত বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বজুড়ে রানিকে ফুলেল শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধকাল ধ্বংস করা হবে নিলাম অযোগ্য মেয়াদোত্তীর্ণ ৩৮২ কনটেইনার পণ্য