প্রাথমিকে কাল থেকে প্রতিদিন ক্লাস

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ৯:১১ অপরাহ্ণ

কোভিড মহামারীর মধ্যে দ্বিতীয় দফায় প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল বুধবার।

মহামারীর মধ্যে প্রায় দুই বছর পর এমন স্বাভাবিক অবস্থায় ফিরছে প্রাথমিক বিদ্যালয়গুলো।

আর এদিন থেকেই সপ্তাহে ছয়দিনই ক্লাস হবে বলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে। তবে ক্লাস নিতে হবে দু’টি শিফটে।

অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম আজ মঙ্গলবার(২ মার্চ) বলেন, “এখন করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় প্রাথমিকের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারে সেজন্য দুইটি শিফটে ক্লাসে আসবে শিক্ষার্থীরা।”

তবে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস এখনই শুরু হচ্ছে না।

দুই সপ্তাহ করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মনসুরুল আলম।

তিনি বলেন, “আমরা দুই সপ্তাহ পরিস্থিতি দেখব। এর মধ্যে স্কুলগুলো প্রাক-প্রাথমিকের শ্রেণিকক্ষগুলো প্রস্তুত করবে। পরে আমরা সিদ্ধান্ত নেব। ছোটরা মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলবে কি না এসব কারণে তাদের এখনই ক্লাসে ফেরানো হচ্ছে না।”

করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাবের পর ২০২০ সালের মার্চে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল সরকার।

দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের ১২ সেপ্টেম্বর সব স্কুল-কলেজ খুলে দেওয়া হয়।

তখন প্রাথমিকে শুধু পঞ্চম শ্রেণির ক্লাস ছয় দিন চলছিল, বাকি শ্রেণিগুলোর শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিল সপ্তাহে এক দিন। পরে ২ অক্টোবর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুই দিন করা হয়।

কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে এ বছরের শুরু থেকে সংক্রমণ ফের বাড়তে শুরু করলে গত ২১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধের ঘোষণা আসে।

এরপর ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলেও ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার ঘোষণা আসে। শবে মেরাজের কারণে মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় আগামীকাল বুধবার খুলছে প্রাথমিক বিদ্যালয়গুলো।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর তারুণ্যমুখর ক্যাম্পাস লাইফে চালু হলো ‘নাইন টু নাইন’
পরবর্তী নিবন্ধসাতকানিয়ার ১০ মামলার আসামি বান্দরবানে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার