রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি উড়োজাহাজ দেশটির তিভের অঞ্চলে বিধ্বস্ত হয়ে ভাড়াটে সেনাদল ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যু হয়েছে।
রুশ কর্তৃপক্ষের বরাতে দেশটির সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, বুধবার রাতে এ ঘটনায় ওই বিমানের ১০ আরোহীর সবাই মারা গেছেন। বিমানটির যাত্রী তালিকায় ছিল প্রিগোজিনের নাম।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়েশন এক বিবৃতিতে বলেছে, ওই বিমানের যাত্রীদের তালিকায় ভাগনার প্রধান প্রিগোজিনের নাম ছিল।
বিমানটির ১০ আরোহীর ৭ জন ছিলেন যাত্রী, আর তিনজন ক্রু।
বিমান বিধবস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে রোসাভিয়েশনের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি লিখেছে, এর আগে ভাগনার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল গ্রে জোনে বলা হয়, মস্কোর উত্তরে তিভের অঞ্চলে বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।
স্থানীয় বাসিন্দাদের বরাতে গ্রে জোন বলছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুটো বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং পরে দুটো ধোঁয়ার কুণ্ডলি দেখেন তারা।
তাস জানিয়েছে, ব্যক্তিগত বিমানটি উড্ডয়নের আধা ঘণ্টার কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর ওই উড়োজাহাজে আগুন ধরে যায়। সেখান থেকে ইতোমধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।