দাম বাড়বেঃ
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে কিছু পণ্যে আয়কর, শুল্ক, ভ্যাট অথবা সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে যেসব পণ্যের দাম বাড়তে পারে সেগুলো হলো কলম, ফেসিয়াল টিস্যু, টয়লেট টিস্যু, দামি গাড়ি, সাইকেল, সিমেন্ট, খেজুর, কাজু বাদাম, বাসমতি চাল, চশমা, মাইক্রোওয়েভ ওভেন, এলপি গ্যাস সিলিন্ডার, তৈজসপত্র ও গৃহস্থালি সামগ্রী, সিগারেট, জর্দা-গুল, বিদেশি টাইলস, মোবাইল ফোন, ভূমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন এবং বিমানের টিকেট।
দাম কমবেঃ
কিছু পণ্যের ভ্যাট, আমদানি শুল্ক, আগাম কর অথবা সম্পূরক শুল্কে ছাড় দেওয়ায় যেসব পণ্যের দাম কমতে পারে সেগুলো হলো মাংস, দেশীয় বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইচ-সকেট, মিষ্টি জাতীয় পণ্য, অভিজাত বিদেশি পোশাক, ই-কমার্সের ডেলিভারি চার্জ, দেশীয় কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রপাতি তৈরির সরঞ্জাম, সফটওয়্যার, ফ্রিজ এবং রেফ্রিজারেটর।