প্রাক-প্রাথমিকে ক্লাস শুরু হবে ১৫ মার্চ

ক্লাশ চলবে সপ্তাহে দু’দিন

আজাদী অনলাইন | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৬:৪৭ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৫ মার্চ শুরুর দিন ঠিক করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, শুরুতে সপ্তাহে রবি ও মঙ্গলবার এ দু’দিন স্কুলে যেতে হবে ক্ষুদে শিক্ষার্থীদের।

স্কুল-কলেজ খুলে দেওয়ার পর ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকে ক্লাস শুরুর ঘোষণা আগে দেওয়া হয়েছিল।

আজ বুধবার (৯ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় ক্লাস শুরুর সময়কাল পাঁচ দিন এগিয়ে আনা হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সালের মার্চে দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল সরকার।

পরে দুই দফায় স্কুল-কলেজ খুলে দেয়া হলেও প্রাক-প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধই থাকে। ফলে প্রাক প্রাথমিকে ভর্তি হওয়া অনেক শিশুর এখনও স্কুলের মুখে দেখা হয়নি।

শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকলেও এই সময়ে অনলাইনে ক্লাস চলছিল।

পূর্ববর্তী নিবন্ধশুরু হচ্ছে ‘মনের সুখে আঁকি’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধদেশে ফিরতে চান না তারা