দেশের অর্ধেক এলাকায় বিদ্যুৎহীন অবস্থা শুরুর চার ঘণ্টা পর টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ঢাকা ও আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ দ্রুত ‘রিস্টোর’ হচ্ছে জানিয়ে সন্ধ্যা ৭টার দিকে ফেসবুক পোস্টে তিনি বলেছেন, “ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় (বিদ্যুৎ) সরবরাহ চালু হয়েছে।”
আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় সঞ্চালন লাইনে ত্রুটির কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের অর্ধেক অঞ্চলের বিদ্যুৎ চলে যায়।
বিকাল সাড়ে ৫টার দিকে বঙ্গভবনের বিদ্যুৎ লাইনের সঙ্গে যুক্ত মানিকনগর সঞ্চালন লাইনে বিদ্যুৎ পুনরায় চালু করা গেছে বলে পাওয়ার গ্রিড কোম্পানি অভ বাংলাদেশ (পিজিসিবি)-এর পক্ষ থেকে জানানো হয়।
পিজিসিবি’র জনসংযোগ বিভাগের কর্মকর্তা এবিএম বদরুদ্দোজা সুমন বলেন, “টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম জোনের প্রায় পুরোটা ও সিলেট জোনের পুরোটায় বিদ্যুৎ চলে এসেছে। কুমিল্লা জোন ও ঢাকা জোনের কিছু অংশ বাকি আছে।”
আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ চলে আসবে জানিয়ে তিনি বলেন, “বিদ্যুৎ মুহূর্তের মধ্যে চলে যেতে পারে। তবে এটি ফিরিয়ে আনা একটা সময়সাপেক্ষ ব্যাপার। সেজন্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লেগে যেতে পারে।”
ঢাকা শহরে বিদ্যুৎ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জানিয়ে রাত ৯টার দিকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে জানানো হয়েছে, মিরপুর, মগবাজার, মাদারটেক, রামপুরা, গুলশান, উলন, বসুন্ধরা, ধানমন্ডি, আফতাবনগর, বনশ্রী, ধানমন্ডি (আংশিক), আদাবর, শেরে বাংলা নগর, তেজগাঁও, মিন্টুরোড, মতিঝিল, শ্যামপুর, পাগলা, পোস্তগোলা, সিদ্ধিরগঞ্জসহ বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
এর আগে একই পেজে জানানো হয়, “বিদ্যুৎ বিতরণ সংস্থা ডেসকোর আওতাধীন এলাকাসমূহে পর্যায়ক্রমে বিদ্যুৎ রিস্টোর হচ্ছে। মিরপুর, এয়ারপোর্ট, গুলশান, বারিধারা ডিপ্লোমেটিক জোন এবং টঙ্গী এলাকায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে।
পর্যায়ক্রমে বিদ্যুৎ ফেরানোর ব্যাখ্যায় বিদ্যুৎ মন্ত্রণালয় ফেসবুকে বলেছে, “হেভি লোডে রিস্টোর ঝুঁকিপূর্ণ। তাই সিস্টেমের স্ট্যাবিলিটি মোটামুটি সন্তোষজনক হলে ঢাকার সব এলাকার বিদ্যুৎ লাইন সচল করা হবে।”