গাড়িচালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা এমনিতেই কম। ডিজিটাল ট্রাফিক লাইটগুলোও কাজ করে না। নগরীর অধিকাংশ সড়কেই নেই জেব্রা ক্রসিং। এমন অবস্থায় ট্রাফিক পুলিশকে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে হয় ম্যানুয়ালি হাত দেখিয়ে। তার উপর যেখানে-সেখানে গাড়ি পার্ক করা তো আছেই। ফলে অনেক জায়গাতেই সৃষ্টি হয় যানজটের, ঘটে দুর্ঘটনাও।
ঈদকে সামনে রেখে বিভিন্ন মার্কেট ও শপিং মলের সামনে যানজট এখন আরো বেশি। ডিজিটাল ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকা এবং গাড়িচালকদের মধ্যে ট্রাফিক আইন না মানার প্রবণতা বেশি থাকার কারণে ট্রাফিক পুলিশের দায়িত্ব অনেক বেশি থাকাই স্বাভাবিক।
এমন পরিস্থিতিতে আজ সোমবার (১১ এপ্রিল) রাত ৯টায় নগরীর চকবাজারের গুলজার মোড়ে এ দু’জন পুলিশ সদস্যকে গাড়ি নিয়ন্ত্রণ না করে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেল।