প্রধানমন্ত্রী, অনে আঁর মার মতন

প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময়ে ফটিকছড়ির চা শ্রমিক লাকী নারায়ণ

আজাদী অনলাইন | শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৪ অপরাহ্ণ

“প্রধানমন্ত্রী, অনে আঁর মার মতন। অনর বাপে আঁরারে নাগরিকত্ব দিইয়্যি। অনে আঁরারে ঘর দিবান। অনে আই আঁরারে চাই যাইবেন আর এক কাপ চা খাই যাইবান।”

এভাবে ফটিকছড়ির কর্ণফুলী চা বাগানের চা শ্রমিক লাকী নারায়ণ তার মনের আকুতি জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট।

তিনি আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার জেলা থেকে চা শ্রমিকদের সাথে কথা বলছিলেন। চট্টগ্রামে কনফারেন্সের ভেন্যু করা হয় ফটিকছড়ির কর্ণফুলী চা বাগানের মেডিকেল মাঠে। এই নারী চা শ্রমিকের মনের আকুতি শুনে প্রধানমন্ত্রী সাথে সাথে তার চোখের চিকিৎসার নির্দেশ দেন সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের।

এই কনফারেন্সে আরেক চা শ্রমিকের কন্যা মুনমুন ঘোষ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আমি চা শ্রমিকের কন্যা। আমি কুতুবছড়ি চা বাগান স্কুলের সহকারী শিক্ষিকা। আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষে লেখাপড়াও করি। আমি একবিংশ শতাব্দীতে পরিবর্তিত বাংলাদেশে আপনার নেতৃত্বে কাজ করতে চাই। ১২০ টাকা থেকে ১৭০ টাকা মজুরি বৃদ্ধি করায় আপনার প্রতি চা শ্রমিকের পক্ষ থেকে কৃতজ্ঞতা। কর্ণফুলী চা বাগানে আমাদের হাতে তৈরি চা পাতায় এক কাপ চা পানের দাওয়াত আপনাকে।”

শনিবার বিকাল ৪টা ২৫ মিনিটে শুরু হওয়া ভিডিও কনফারেন্সে ৫টা ৪০ মিনিটের সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সঞ্চালিত ফটিকছড়ির ১৮টি চা বাগান সহ চট্টগ্রাম ভ্যালীর ২২টি চা বাগানের চা শ্রমিকদের কথা শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কর্ণফুলী চা বাগানের মেডিক্যাল মাঠে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশ সুপার রশিদুল হক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, ফটিকছড়ির ইউএনও সাব্বির রহমান সানি, চট্টগ্রাম চা বোর্ডের সচিব রুহুল আমিন, ফটিকছড়ির উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম রহমান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী প্রমুখ।

পরে চা বাগানের শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে দেখান প্রধানমন্ত্রীকে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধনতুন যান্ত্রিক ত্রুটিতে আর্টেমিস ওয়ান