পেকুয়ায় বনভূমির গাছ কাটাকে কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৯:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় সংরক্ষিত বনের একটি বাগানে গাছ কাটাকে কেন্দ্র করে অলি আহমদ (৪৫) নামের এক সৌদি প্রবাসীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অলি আহমদ জারুলবুনিয়া সেগুনবাগিচা এলাকার শেখ আহমদের ছেলে। চলতি মাসে সৌদি আরব যাওয়ার কথা ছিল হতভাগ্য এই প্রবাসীর।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একই এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুল মজিদের সাথে অলি আহমেদের দীর্ঘদিন ধরে পাহাড়ি জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। আব্দুল মজিদ বিভিন্ন সময় অলি আহমেদের দখলীয় গাছের বাগান জবরদখল করার চেষ্টা করে।

আজ সকালে অলি আহমেদ তার বাগানে গাছ কাটতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে বাদশা মিয়ার দুই ছেলে আব্দুল মজিদ ও আব্দুল গণির নেতৃত্বে ৫/৬ জন দুর্বৃত্ত তাকে নৃশংসভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলি আহমেদকে মৃত ঘোষণা করেন।

অলি আহমদের স্ত্রী হাফসা বেগম বলেন, “আমার স্বামীর সাথে বাগানের গাছ কাটা নিয়ে মজিদ ও গণির সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আজ সকালে আমার স্বামী প্রতিদিনের মতো বাগানে গাছ কাটতে যায়। পথে আব্দুল মজিদ ও আব্দুল গণিসহ কয়েকজন মিলে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

নিহতের ভাই শাহাব উদ্দিন বলেন, “আমার ভাই অলি আহমদ বাগানে যাওয়ার আগেই সন্ত্রাসীরা তাকে হত্যার পরিকল্পনা নিয়ে বাগানে লুকিয়ে ছিল। আমার ভাই বাগানে পৌঁছামাত্রই তাকে দা-কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এমনকি মৃত্যু নিশ্চিত করেই তারা স্থান ত্যাগ করে পালিয়ে যায়।”

এ বিষয়ে অভিযুক্ত ২ হামলাকারীর সাথে যোগাযোগ করতে চাইলে তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

এদিকে, এ ঘটনায় ফাতেমা বেগম (৩৮) নামের এক নারীকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ। আটক ফাতেমা বেগম শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার সেগুনবাগিচা এলাকার আবদুস সালামের স্ত্রী।

এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকায় বন বিভাগের জায়গায় গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয় অলি আহমদ ও আবদুল মজিদ গংদের মধ্যে প্রথমে তর্কবিতর্ক হয়। পরে মজিদ গং অলি আহমদকে ধারালো কিছু দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথামিক তথ্যে জানা গেছে। এ বিষয়ে নিহত অলি আহমদের স্ত্রী হাফসা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করেছেন। এ ঘটনায় ফাতেমা বেগম নামের এক সন্দেহভাজন আসামিকে আটক করা হয়েছে।”

থানা সূত্র জানায়, নিহত অলি আহমদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় যুবলীগ নেতার ওপর হামলায় গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধচবিতে নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত বাতিল করে তদন্ত কমিটি