পেকুয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী পিটিয়ে হত্যার অভিযোগ

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ৯:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় মাদকাসক্ত এক স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বামীর মাদকাসক্তি ও পরকিয়ায় বাধা দেয়ায় ৩ সন্তানের জননী ওই গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মর্তুজা বেগম (৪০)।

তিনি পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকার মোজাহের আহমেদের মেয়ে। একই এলাকার দিনমজুর আবদু শুক্কুরের সাথে বিয়ের পর তাদের ঘরে ১ ছেলে ২ মেয়ের জন্ম হয়। হত্যাকান্ডের ঘটনার পর থেকে ঘাতক স্বামী আবদু শুক্কুর পলাতক রয়েছে।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে খবর পেয়ে নিহতের বাড়ি থেকে বিছানায় পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খায়ের উদ্দিন ভূঁইয়া বলেন, “নিহতের শরীরে গলায়, পেটে, পিঠে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে এটা কি হত্যাকাণ্ড না আত্মহত্যা।

স্থানীয়দের বরাত দিয়ে ওই ওয়ার্ডের মেম্বার বাদশা মিয়া বলেন, “শুক্কুর একজন মাদকাসক্ত ব্যক্তি। দিনমজুরি করে যা পায় তা দিয়ে মাদক গ্রহণ করে। সংসারের প্রতি সবসময় উদাসিন থাকত সে। এ বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে কলহ লেগেই থাকতো। শনিবার রাতেও তাদের মাঝে ঝগড়া হয় বলে জেনেছি। আজ (৪ সেপ্টেম্বর) সকালে শুক্কুরের স্ত্রীর মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।”

আবদু শুক্কুর মাদকাসক্তের পাশাপাশি পরকিয়াতেও আসক্ত বলে দাবি করে নিহতের ভাই জসিমউদ্দিন বলেন, “একাধিক মেয়ের সাথে শুক্কুরের অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়েও তাদের সংসারে ঝামেলা হতো। দফায় দফায় সালিশ-বৈঠক করে তাকে বুঝিয়েও ঠিক করা যায়নি। আমার বোন এসব ব্যাপারে প্রতিবাদ করায় রবিবার ভোরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।”

তিনি বলেন, “ঘটনার রাতে আবদু শুক্কুর আমাকে ফোন করে উত্তেজিত ভাষায় আমার বোনকে রাতেই তার বাড়ি থেকে নিয়ে না আসলে লাশ পাবি বলে হুমকি দেয়ায় আমি দূরে থাকায় সকাল পর্যন্ত তার কাছে সময় চাই। কিন্তু ওই ঘাতক রাতেই আমার বোনকে হত্যা করে বলেই কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের ভাই জসিম উদ্দিন।”

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, “মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধঅর্থ আত্মসাতের মামলায় হাটহাজারীর যুবলীগ নেতার কারাদণ্ড